অমাবস্যার রাত - হেমেন্দ্রকুমার রায়




কাহিনী সংক্ষেপ:মানসপুর গ্রাম থেকে প্রতি অমাবস্যায় একটি করে মেয়ে চুরি যায়। গত এক বছরে ১২ মাসে মোট ১২টি মেয়ে চুরি গেছে। পুলিশ, গোয়েন্দা কেউ কোন কুলকিনারা করতে পারেনি। অনেকে মনে করছে এটা ভুল ডাকাতের কান্ড আবার অনেকে মনে করছে একটা কোন অলৌকিক কোন ব্যাপার। কারন গ্রামবাসীরা প্রতি অমাবস্যাতে ঠিক রাত বারোটায় বিকট আওয়াজ করে বাঘের গর্জন শুনতে পায়। কিন্তু তন্নতন্ন করেও এলাকাতে বাঘের কোন সন্ধান পাওয়া যায়নি। তাহলে এটা কিসের উৎপাৎ। তাহলে কি এভাবেই প্রতি অমাবস্যাতে একটি করে গ্রামের মেয়ে হারিয়ে যাবে নাকি কেউ আসবে দেবদূত হয়!


ডাউনলোড : Epub Or Mobi Or PDF


সতর্কতা : বইটি শিশু-কিশোররা পড়বে এটাই আমাদের মৌলিক উদ্দেশ্য। এখানে আমার কোনো ব্যক্তিগত কিংবা ব্যবসায়িক উদ্দেশ্য নেই। আমি শুধু চেষ্টা করেছি সবচেয়ে সহজ উপায়ে একটি বই শিশু-কিশোরদের মাঝে পৌঁছে দেওয়ার। যদি কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান কোনো অসৎ উদ্দেশ্যকে সামনে রেখে এই বইটি ডাউনলোড করে থাকেন এবং ব্যবসায়িক উদ্দেশ্যে প্রস্তুত ও বিপণন করে থাকেন, তবে পরবর্তীতে কপিরাইট সংক্রান্ত সমস্ত দায়ভার ডাউনলোডকারীর। কোনোভাবেই সেই দায়ভার শিশু-কিশোর.অর্গ বহন করবে না। সুতরাং বই ডাউনলোড করুন, শেয়ার করুন, নিজে আলোকিত হোন, অন্যকে আলোকিত করুন। বাংলা ভাষায় সাহিত্য বিস্তারে শিশুদের মধ্যে অনুপ্রেরণা জাগান।

কোন মন্তব্য নেই

একটি মন্তব্য পোস্ট করুন

হোম